প্রতিষ্ঠান পরিচিতি:
আড়িয়া বাজার বাসষ্ট্যান্ড থেকে ৪ কি: মিটার পূর্ব দিকে আমরুল ইউনিয়নে ফুলকোট গ্রামে- ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়টি সবুজ-শ্যামল-ছায়া নিবীড় সৌম্য শান্ত ও মনোরম পরিবেশে ঐতিহ্যবাহী ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়টি অবস্থিত।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশে ব্যাকার সমস্যা সমাধানের চেষ্টা করা।
